রাজ্য বিভাগে ফিরে যান

লকেটের ‘সহানুভূতি’তে গললেন না জুটমিলের শ্রমিকরা, হুগলির BJP প্রার্থীকে সটান প্রশ্ন- করোনার সময় কোথায় ছিলেন?

March 19, 2024 | < 1 min read

লকেটের ‘সহানুভূতি’তে গললেন না জুটমিলের শ্রমিকরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি (BJP) প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সোমবার নির্বাচনী প্রচারের মাঝেই ভদ্রেশ্বর জুট মিলে যান। এই জুটমিলে অচলাবস্থা চলছে গত কয়েকদিন ধরে। চুক্তি না মেনে শ্রমিকদের উপর কাজের বোঝা চাপানো, এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলি করার মত অভিযোগ তুলে শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়।

শ্রমিকদের সমস্যার কথা জানতে যান লকেট। নিজেদের কষ্টের কথা বলতে বলতে হাউ হাউ করে কাঁদতে থাকা জুটমিল শ্রমিক পরিবারের মহিলাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিয়েও লকেটকে শুনতে হল করোনার সময় কোথায় ছিলেন?

এক মহিলা লকেটকে প্রশ্ন করেন করোনার সময় কোথায় ছিলেন? আমরা যখন না খেয়ে মরছিলাম আসেননি তো! লকেট তাঁকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি এসেছিলেন। তর্ক শুরু হতেই ভারত মাতা কি জয় ধ্বনি তোলে বিজেপিকর্মীরা। যদিও, শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন হুগলির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। যা দেখে অনেকেই বলছেন, ভোট বড় বালাই!

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Locket Chatterjee, #Hoogly, #Loksabha Election 2024

আরো দেখুন