← দেশ বিভাগে ফিরে যান
গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আশঙ্কাই সত্যি হল। বৃহস্পতিবার নিজের বাসভবন থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করল ইডি (ED)। এদিন সন্ধেয় ইডির তদন্তকারী দল পৌঁছে যায় দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে। সূত্রের খবর, দলটিতে ছিলেন ইডির ৬ থেকে ৮ জন আধিকারিক। সঙ্গে রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
আবগারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) গ্রেপ্তার করল ইডি। লোকসভা নির্বাচনের আগে বিরোধী এক মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কয়েকদিন আগেই বিরোধীদের আরেক রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হলেও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না অরবিন্দ। জেল থেকেই সরকার চালাবেন তিনি, দাবি আপের।