খেলা বিভাগে ফিরে যান

IPL 2024: জয়ের ধারা অব্যাহত রাজস্থানের, ১২ রানে হারল দিল্লি 

March 28, 2024 | < 1 min read

রাজস্থান বনাম দিল্লি আইপিএল ম্যাচ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আইপিএলের ১৭তম সংস্করণের নবম ম্যাচে জয়পুরের সাওয়াই মান সিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) একে অপরের মুখোমুখি হয়েছিল। টসে জিতে বোলিং নেয় দিল্লি ক্যাপিটালস। কিন্তু শেষ পর্যন্ত রাজস্থানের বিরুদ্ধে ১২ রানে পরাজিত হয় দিল্লি।

দিল্লির বিরুদ্ধে প্রথমে ব্যাট করে লড়াকু স্কোর করে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। মাত্র ৩৬ রানে ৩ উইকেট হারানোর পর রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে পার্টনারশিপ গড়েন রিয়ান পরাগ। দলের হয়ে ৪৫ বলে গুরুত্বপূর্ণ ৮৪ রানে অপারাজিত রিয়ান। তিনি ৭টি চার ও ৬টি ছয় মারেন। এটাই আইপিএলে তাঁর সর্বোচ্চ স্কোর। রিয়ান পরাগ একা হাতেই এদিন ধ্বংস করে দিয়েছিলেন দিল্লি বোলারদের। দিল্লির হয়ে নর্টজে, মুকেশ, অক্ষর, কুলদীপ, খলিল প্রত্যেকেই একটি করে উইকেট পেয়েছেন।

অপরদিকে, শুরুটা ভালোই করেছিলেন ডেভিড ওয়ার্নার। ৩৪ বলে তিনি ৪৯ রান করেন। কিন্তু তিনি সাজঘরে ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে দিল্লি ক্যাপিটালস। এরপর ঋষভকে আউট করে কফিনে শেষ পেরেক পুঁতে দেয় রাজস্থান।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ipl 2024, #RR vs DC, #Rajasthan Royals, #Delhi Capitals

আরো দেখুন