রাজ্য বিভাগে ফিরে যান

ডায়মন্ডহারবারে BJP-তে আদি-নব্য বিভাজন, নিচুতলায় বাড়ছে ক্ষোভ?

April 1, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: India TV News

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: অভিষেক গড়ে এখনও প্রার্থী দিতে পারেনি বিজেপি, কার্যত হন্যে হয়ে লোক খুঁজছে বিজেপি। অন্যদিকে, ডায়মন্ডহারবার লোকসভা আসনে তৃণমূলের সঙ্গে লড়াইয়ে নেতা-কর্মীদের দিশা দেখাতে প্রবাস যোজনা বৈঠক করছে বিজেপি। বজবজ, মহেশতলা, বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে ধাপে ধাপে বৈঠক হয়েছে। বিজেপির একাংশের অভিযোগ, এ’সব বৈঠক করে কিছুই হয়নি। তৃণমূলের সঙ্গে লড়তে হলে এককাট্টা হতে হবে বিজেপি কর্মীদের। নিজেদের মধ্যে কোন্দল করলে হবে না। বজবজ ও মহেশতলা প্রবাস যোজনা বৈঠককে ঘিরে কোন্দল চরমে উঠল।

অভিযোগ উঠছে, বৈঠকে পুরনোদের ডাকা হয়নি। তাঁরা কার্যত বসে গিয়েছেন। বিজেপির এক প্রবীণ নেতার কথায়, বিজেপির মধ্যে ‘আমরা’ এবং ‘ওরা’ করে আদতে ক্ষতি হচ্ছে। বিজেপি নেতাদের একাংশের বক্তব্য, বিজেপির মধ্যে বিভেদ জিইয়ে থাকলে সুবিধা পাবে তৃণমূল। অন্তর্দ্বন্দ্বের জেরেই বজবজ ও মহেশতলায় বিজেপি সাংগঠনিকভাবে শক্তি হারাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Bengal, #bjp, #Diamond Harbour, #Loksabha Election 2024, #Loksabha Elections

আরো দেখুন