← রাজ্য বিভাগে ফিরে যান
জানেন কি? উনিশ নয়, ৫ এপ্রিল থেকে বাংলায় শুরু হচ্ছে ভোটগ্রহণ!
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আগামী ১৯ এপ্রিল থেকে বাংলায় লোকসভার ভোট শুরু হচ্ছে। ভোট হবে সাত দফায়। ২০১৯ সালেও সাত দফাতেই লোকসভার ভোটগ্রহণ হয়েছিল। ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ হবে বাংলায়। তবে তার আগেই ভোট গ্রহণ শুরু হচ্ছে বাংলায়। আগামী ৫ এপ্রিল থেকেই কার্যত ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে বাংলায়। বয়স্ক ও বিশেষভাব সক্ষমদের বাড়ি বাড়ি গিয়ে ভোট নেবে নির্বাচন কমিশন।
মঙ্গলবার, নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে, প্রথম ২ দফার ক্ষেত্রে আগামী ৫ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বয়স্ক ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়া হবে। এই ধরনের ভোটার কতজন, তা আগামী ১-২ দিনের মধ্যে জানিয়ে দেবে কমিশন।