দেশ বিভাগে ফিরে যান

নির্বাচন কমিশনের বাইরে ধর্ণায় বসা তৃণমূলের প্রতিনিধিদলের সঙ্গে ধস্তাধস্তি দিল্লি পুলিশের

April 8, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে ধর্ণায় বসল তৃণমূল কংগ্রেসের ১০ সদস্যের প্রতিনিধিদল।

এদিন নির্বাচন কমিশনে বিজেপির রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এর অপব্যবহার করার জন্য ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে এই প্রতিনিধি দল।

এছাড়াও, বজ্রঝড়/টর্নেডোতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মানুষদের জন্য মানবিক ভিত্তিতে, বর্তমান নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চাওয়া হয়েছে যাতে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের লোকদের সাহায্য করার জন্য নতুন তহবিল প্রকাশ করা যেতে পারে।

বর্তমানে এই ১০সদস্যের প্রতিনিধি দলের সবাই ইসিআই-এর বাইরে অবস্থান বিক্ষোভে রয়েছেন।

ধর্নায় বসার মিনিট ৪৫ পরে দিল্লি পুলিশ এসে তৃণমূলের প্রতিনিধিদলের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এরপর এই ১০ নেতাকে মন্দিরমার্গ থানায় নিয়ে যাওয়া হয়।

সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে, তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল আজ রাতে রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করার আর্জি জানিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Election Commission of India, #Eci, #Tmc delegates

আরো দেখুন