দেশ বিভাগে ফিরে যান

দিল্লির মন্দির মার্গ থানার সামনে চলেছে তৃণমূলের ২৪ ঘন্টার ধর্না

April 9, 2024 | < 1 min read

দিল্লির মন্দির মার্গ থানার সামনে চলেছে তৃণমূলের ২৪ ঘন্টার ধর্না

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গতকালই ঘোষণা করা হয়েছিল, বিরোধীদের বিরুদ্ধে মোদী সরকারের কেন্দ্রীয় এজেন্সি – এনআইএ, সিবিআই, আইটি এবং ইডি-র অতিসক্রিয়তার প্রতিবাদে ২৪ ঘণ্টার ধর্নায় বসবে তৃণমূল কংগ্রেসের ১০ সদস্যের প্ৰতিনিধিদল।

গতকাল বিকেলে নির্বাচন কমিশনের (Election Commission) সদর দপ্তরের বাইরে থেকে অবস্থানরত তৃণমূলের (TMC) প্রতিনিধিদলকে টেনে হিঁচড়ে একটি বাসে তোলে দিল্লি পুলিশ। তারপর তাদের বহু ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় মন্দির মার্গ থানায়। সেইখানেই আবার ধর্নায় বসে এই প্রতিনিধিদল। সেখানেই তাঁরা রাত কাটান। আজ সকালে তাঁদের ধর্না (Dharna) অব্যাহত রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#delhi, #tmc, #Dharna, #Mandir Marg police station

আরো দেখুন