ভোটের ইস্তাহারে প্রাধান্য পাক পরিবেশ, দাবি সবুজ মঞ্চের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভোটের যুদ্ধে যেন হারিয়ে না যায় পরিবেশ, এমনই দাবি পরিবেশ কর্মীদের সংগঠন ‘সবুজ মঞ্চ’র। রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে মঙ্গলবার প্রেস ক্লাবে ১৫ দফা দাবি সহ ইস্তাহার প্রকাশ করা হয়। গ্রামের পরিবেশ রক্ষা, হিমালয় সংরক্ষণ নীতি, অরণ্য সংরক্ষণ আইনের সংশোধন-সহ একাধিক বিষয় উঠে এসেছে সেই ইস্তাহারে। সিপিএম, বিজেপি, আইএসএফ, আরএসপি, এসইউসির প্রতিনিধিরা সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও সবুজ মঞ্চের ইস্তাহারকে সমর্থন জানান।
সবুজ মঞ্চের সম্পাদক নব দত্ত বলেন, কেন্দ্রীয়স্তরে তাঁরা ১৫ দফা দাবি রাখছেন। এছাড়াও বিভিন্ন জেলাভিত্তিক পরিবেশ সংক্রান্ত দাবি উঠে এসেছে সবুজ মঞ্চের ইস্তাহারে। শব্দদূষণ নিয়ন্ত্রণের বিষয়েও আলাদা করে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। জলাভূমি সংরক্ষণ পর্ষদ তৈরি, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা-সহ একাধিক দাবি তোলা হয় ইস্তাহারে।