রাজ্য বিভাগে ফিরে যান

ভোটের মাঝেই প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফল

April 19, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মে মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হবে পারে মাধ্যমিকের ফল। বৃহস্পতিবার এমনই ইঙ্গিত মিলেছে মাধ্যমিক পর্ষদ সূত্রে । পর্ষদের পক্ষে সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তাঁদের কাছে ফল প্রায় পুরোপুরি চলে এসেছে। সরকারের নির্দেশ এলে মার্কশিট-সহ তা প্রকাশ করা হবে, এমনটাই জানিয়েছেন তিনি। তবে কোনও তারিখের উল্লেখ করেননি তিনি।

প্রসঙ্গত, পর্ষদ সূত্রের খবর, মার্কশিট প্রিন্ট করতে যে-সময় লাগে, সেটুকু ধরে মে’র প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লাগবে।সরকারি নিজেদের এলে ফল প্রকাশ করতে কোনও বাধা থাকবে না।

বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, তাঁদের ফল তৈরি। এবার অনলাইনে ফল আসায় গোটা প্রক্রিয়াই দ্রুত শেষ হয়ে গিয়েছে। সরকারের অনুমতি পেলে যেকোনও দিন ফলপ্রকাশ করে দিতে পারেন তাঁরা। তবে, সেক্ষেত্রে প্রথমে অনলাইন ফল প্রকাশ করা হবে। আর তার কিছুদিন বাদে মার্কশিট দেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #madhyamik results, #Madhyamik Exam, #Loksabha Election 2024

আরো দেখুন