রাজ্য বিভাগে ফিরে যান

তৃতীয় দফা LIVE UPDATE: বিকেল ৫ টা পর্যন্ত বাংলার চার কেন্দ্রে ভোটদানের হার ৭৩.৯৩ শতাংশ

May 7, 2024 | 4 min read

তৃতীয় দফায় বাংলার চার কেন্দ্রে ভোটগ্রহণ

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আজ, ৭ মে, তৃতীয় দফায় ভোটগ্রহণ। বাংলার চার কেন্দ্র মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদে ভোটগ্রহণ চলছে। চার আসনে বিভিন্ন দলের ৫৭ জন প্রার্থী লড়াই করছেন। জঙ্গিপুরে ১৪ জন, মালদহ উত্তরে ১৫ জন, মালদহ দক্ষিণে ১৭ জন এবং মুর্শিদাবাদে ১১ জন প্রার্থী রয়েছেন।

তৃতীয় দফায় রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে মোট ৩৩৪ বাহিনী এবং ১৩ হাজারেরও বেশি রাজ্য পুলিশকর্মী মোতায়েন থাকবে। মালদহে মোতায়েন থাকবে ১৪৪ কোম্পানি আধাসেনা, সঙ্গে ৫৪৮২ জন রাজ্য পুলিশকর্মী। মুর্শিদাবাদ পুলিশ জেলায় মোতায়েন থাকবে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ৪৭২৪ জন রাজ্য পুলিশকর্মী। জঙ্গিপুর পুলিশ জেলায় মোতায়েন রয়েছে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। সেই সঙ্গে থাকবেন রাজ্য পুলিশের ২৬২৮ জন জওয়ানও।

মোট ৭৩৬০ টি বুথ কেন্দ্রে ভোটগ্রহণ হবে। মালদহে উত্তরে রয়েছে ১৮১২টি বুথ,যার মধ্যে ৬৫১টি (৩৬%) অতি সংবেদনশীল। মালদহে দক্ষিণে রয়েছে ১৭৫৯টি বুথ,৭০২টি অতি সংবেদনশীল (৪০%)। জঙ্গিপুর রয়েছে ১৮৫১ টি বুথ, ৭৬২টি (৪১%) অতি সংবেদনশীল। মুর্শিদাবাদে রয়েছে ১৯৩৮টি বুথ, ৭১৫টি ভোটকেন্দ্র (৩৭%) অতি সংবেদনশীল।

মোট ভোটারের সংখ্যা ৭৩ লক্ষ ৩৭ হাজার ৬৫১ জন। পুরুষ ভোটার ৩৭ লক্ষ ২৫ হাজার ১০২, মহিলা ভোটারের সংখ্যা ৩৬ লক্ষ ১২ হাজার ৩৯৫, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৫৪ জন।

লাইভ আপডেট:

১৭.৪৬: বিকেল ৫ টা পর্যন্ত বাংলার চার কেন্দ্রে ভোটদানের হার ৭৩.৯৩ শতাংশ

১৬.৫৫: মুর্শিদাবাদের জিয়াগঞ্জে ৬ নম্বর প্রীতম সিং প্রাথমিক বিদ্যালয়ে সস্ত্রীক ভোট দিলেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং

১৬.৩২: লোকসভা নির্বাচনের তৃতীয় দফার মোট ৯৩টি লোকসভা কেন্দ্রে বেলা ৩টে  পর্যন্ত মোট ৫০.৭১ শতাংশ ভোট পড়েছে। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে।  দুপুর ৩ টে পর্যন্ত এই রাজ্যে ভোট পড়েছে ৬৩.১১ শতাংশ। রাজ্য অনুযায়ী- গুজরাত ৪৭.০৩ শতাংশ (২৫ আসন), কর্ণাটক ৫৪.২০ শতাংশ (১৪ আসন), মহারাষ্ট্র ৪২.৬৩ শতাংশ (১১ আসন), উত্তরপ্রদেশ ৪৬.৭৮ শতাংশ (১০ আসন), মধ্যপ্রদেশ ৫৪.০৯ শতাংশ (৯ আসন), ছত্তিশগড় ৫৮.১৯ শতাংশ (৭ আসন), বিহার ৪৬.৬৯ শতাংশ (৫ আসন), অসম ৬৩.০৮ শতাংশ (৪ আসন), গোয়া ৬১.৩৯ শতাংশ (২ আসন), দাদরা ও নগর হাবেলি এবং দমন ও দিউয়ে ৫২.৪৩ শতাংশ (২ আসন)। 

১৫.৫৮: এখনও পর্যন্ত বাংলার চার আসনের ভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে ৩৬১ টি অভিযোগ জমা পড়েছে

১৫.০০: বেলা ৩টে পর্যন্ত বাংলার চার কেন্দ্রে ভোটদানের হার ৬৩.১১ শতাংশ

১৪.১৫: মালদহ দক্ষিণের অন্তর্গত সুজাপুরের নয়মৌজা জুনিয়ার গার্লস হাই মাদ্রাসার ১১৫ বুথ থেকে বের করে তৃণমূল এজেন্ট-সহ তিন তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন।  

১৪.০৩:  লোকসভা নির্বাচনের তৃতীয় দফার মোট ৯৩টি লোকসভা কেন্দ্রে দুপুর ১ টা পর্যন্ত মোট ৩৯.৯২ শতাংশ ভোট পড়েছে। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। ১ টা পর্যন্ত এই রাজ্যে ভোট পড়েছে ৪৯.২৭ শতাংশ। এর অনান্য রাজ্যের মধ্যে গুজরাতে ৩৭.৮৩ শতাংশ (২৫ আসন), কর্ণাটক ৪১.৫৯ শতাংশ (১৪ আসন), মহারাষ্ট্র ৩১.৫৫ শতাংশ (১১ আসন), উত্তরপ্রদেশ ৩৮.১২ শতাংশ (১০ আসন), মধ্যপ্রদেশ ৪৪.৬৭ শতাংশ (৯ আসন), ছত্তিশগড় ৪৬.১৪ শতাংশ (৭ আসন), বিহার ৩৬.৬৯ শতাংশ (৫ আসন), অসম ৪৫.৮৮ শতাংশ (৪ আসন), গোয়া ৪৯.০৪ শতাংশ (২ আসন), দাদরা ও নগর হাবেলি এবং দমন ও দিউয়ে ৩৯.৯৪ শতাংশ (২ আসন)। 

১৩.২: মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের ৭৭ এবং ৭৮ আসলপুর বুথে ভোটারদের ওআরএস বিলি করছে পুলিশ।

১৩.০১: দক্ষিণ মালদহ কেন্দ্রে ইংলিশবাজার শহরের ১৮ নম্বর ওয়ার্ডের ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর বিরুদ্ধে 

১৩.০০: দুপুর ১ পর্যন্ত ভোটদানের হার ৪৯.২৭ শতাংশ

১২.৪৬: স্ত্রী তথা মইনপুর কেন্দ্রের সপা প্রার্থী ডিম্পল যাদবকে সঙ্গে নিয়ে ভোট দিলেন অখিলেশ যাদব

১২.০১: এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে চার কেন্দ্র মিলিয়ে মোট ২৯৮টি অভিযোগ জমা পড়েছে। যার মধ্যে সিপিএম ১৩৪টি, কংগ্রেস ১৭টি, তৃণমূল এবং বিজেপির ৬টি করে অভিযোগ রয়েছে  

১১.৩০: ভোট দিলেন এনসিপি (শারদ পাওয়ার পন্থী) নেত্রী সুপ্রিয়া সুলে

১১.২০: সপরিবারে ভোট দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

১১.১৫: ভোট দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়েগ

১১.০০: সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার ৩২.৮২ শতাংশ

১০.৪৫: মালদহ দক্ষিণের মোথাবাড়ির হামিদপুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে 

১০.৩০: বিএসএফের বিরুদ্ধে অভিযোগ আবু তাহেরের। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এজেন্টদের বিভ্রান্ত করার অভিযোগ মুর্শিদাবাদের তৃণমূলের প্রার্থীর।

১০.১৫: জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ছোটোকালিয়া প্রাথমিক বিদ্যালয়ের ১৪৩ নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ, বন্ধ রয়েছে ভোটগ্রহণ

১০.১০: ভোট দিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিদিশা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিবরাজ সিং চৌহান

১০.০২: মালদা দক্ষিণ কেন্দ্রের অন্তর্গত ফারাক্কা থানার বটতলা এলাকায় ১৭০ নম্বর বুথে ইভিএম বিকল

১০.০০: কোতোয়ালি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন দক্ষিণ মালদহ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী

৯.৫৫: ভোটগ্রহণ শুরুর দুই ঘণ্টা পরে পর্যন্ত মুর্শিদাবাদ কেন্দ্রে ভোট পড়েছে ১৭%, জঙ্গিপুরে ভোট পড়ল ১৬.৯৫ শতাংশ। মালদহ উত্তর কেন্দ্র ১৫ % ও মালদহ দক্ষিণে ভোটদানের হার ১৬ শতাংশ। ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে সকাল ৯টা অবধি ভোট পড়েছে ১৩%

৯.৫৪: তৃতীয় দফা ভোটে নির্বাচন কমিশনে মঙ্গলবার মোট অভিযোগ এখনও পর্যন্ত জমা পড়ল ১৮২টি।
বিজেপি ২টি, তৃণমূল কংগ্রেস ২টি, সিপিএম ৭৩ টি এবং জাতীয় কংগ্রেস ১২টি অভিযোগ দায়ের করেছে।

৯.৫৩: ভোট দিলেন মালদহ দক্ষিণের বিদায়ী সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরী (ডালু)

৯.৫২: রানিনগরের মরিচা নিচুপাড়ায় তৃণমূল কর্মীর বাড়ির পিছনে বোমা ফাটিয়ে ভয় দেখানোর অভিযোগ বাম-কংগ্রেস জোটের কর্মী সমর্থকদের বিরুদ্ধে

৯.২৬: অজগরপাড়া ৮৮ নম্বর বুথে বুথে জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের বিরুদ্ধে ভোটারদের প্ররোচনা দেওয়ার অভিযোগ ।

৯.০১: শমসেরগঞ্জের দেবিদাসপুর বুথে ভোট দিলেন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান।

৯.০০: মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জলঙ্গীর ৪৩ নং টিকরবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ১৯৭ নম্বর বুথে ইভিএম বিকল। যার জন্য বন্ধ রয়েছে ভোটগ্রহণ। ভোটের জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোটাররা

৯.০০: সকাল নটা পর্যন্ত ভোটদানের হার

৮.৫৫: মালদহ দক্ষিণের সুজাপুরে ২৪৬ নং বুথে মহিলা তৃণমূল কর্মীদের হেনস্থা করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

৮. ৫২: উপনির্বাচন হচ্ছে মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রে মোট প্রার্থী সংখ্যা ৭। লড়াই মূলত তৃণমূল কংগ্রেসের রিয়াত হোসেন সরকারের সঙ্গে বিজেপি প্রার্থী ভাস্কর সরকারের। বামেদের সমর্থনে লড়ছেন কংগ্রেস প্রার্থী আঞ্জু বিবিও। ভোটগ্রহণ হচ্ছে এই কেন্দ্রের মোট ২৭৮টি বুথে। গত বিধানসভা ভোটে এই কেন্দ্রে রেকর্ড মার্জিনে জয়ী হয়েছিলেন তৃণমূলের ইদ্রিস আলি। ১৬ ফেব্রুয়ারি তাঁর মৃত্যুতে আসন খালি হয়েছিল।

৮.৫০: মালদহের ১৫ টি বুথ থেকে ইভিএম বিকলের খবর পাওয়া গিয়েছে

৮.৪৫: রাজ্যে তৃতীয় দফার ভোটে চারটি কেন্দ্রে সকাল ৮টা পর্যন্ত ৬০টিরও বেশি ইভিএম সংক্রান্ত অভিযোগ উঠেছে। বেশির ভাগ অভিযোগ এসেছে মালদহ দক্ষিণ (২৭) এবং জঙ্গিপুর (১৭)থেকে।

৮.০০: মালদহের কোতোয়ালিতে ভোট দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম নুর

৭.৪৫: মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জলঙ্গি চোয়াপাড়ার ২৮২ নম্বর বুথে  ভোটারদেরকে ভয় দেখানোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

৭.৪০: ভিভিপ্যাট খারাপ থাকায় ভোটগ্রহণে দেরি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাগরদিঘি ১৭৭ নম্বর বুথে।টেকনিশিয়ান এসে ঠিক করলে ভোট শুরু হবে।

৭.৩৫: ভোট দিলেন মালদহ দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান

৭.৩০:  লোডশেডিংয়ের কারণে পুরাতন মালদহের একাধিক বুথে ভোটগ্রহণে সমস্যা

৭.২৬: মালদহের ইংলিশবাজারের ঝলঝলিয়া এলাকার ১০৩ নম্বর বুথে ইভিএমে সমস্যার জন্য ভোট শুরু হতে দেরি, ভোটারদের লম্বা লাইন

৭.২৫: আহমেদাবাদে  ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

৭.২৩: মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জলঙ্গি বিধানসভা এলাকার চোয়াপাড়ার ২৮২ নম্বর বুথে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ  কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে 

TwitterFacebookWhatsAppEmailShare

#loksabhapolls, #West Bengal, #live update, #tmc, #polls, #Loksabha Elections, #loksabha elections 2024, #Voting

আরো দেখুন