রাজ্য বিভাগে ফিরে যান

BJP-র সাম্প্রদায়িক রাজনীতি বিরুদ্ধে ‘নিরাপদ আশ্রয়’ মমতা, সুদীপের প্রচার মুখ দলনেত্রীই

May 17, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: AITC Kolkata Uttar

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কলকাতার উত্তরের প্রচারে সুদীপের অস্ত্র মমতার মুখ। কলকাতা উত্তরে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন একদা তৃণমূল অধুনা দলবদলু তাপস রায়। বিভীষণ কি সুদীপের ঘরে সিঁদ কাটবে?

সংখ্যালঘু ভোট ধরে রাখতে বাড়তি তৎপর সুদীপ। উল্লেখ্য, কলকাতা উত্তর লোকসভা আসনের মধ্যে থাকা কলকাতা পুরসভার ৬০টি ওয়ার্ডের মধ্যে প্রায় ১৯টি ওয়ার্ড সংখ্যালঘু অধ্যুষিত। বিভিন্ন নির্বাচনে সেখানে বিশাল ভোটের লিড পায় জোড়াফুল। বৃহস্পতিবার সিআইটি রোড, পার্ক সার্কাস পদ্মপুকুর ইত্যাদি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রচার করেন তৃণমূল প্রার্থী। বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘নিরাপদ আশ্রয়’র কথা তুলে ধরেন তিনি। সুদীপের সঙ্গে ছিলেন ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ও কলকাতা পুরসভার মেয়র পারিষদ আমিরুদ্দিন। সংখ্যালঘু ভোট ভাঙার চেষ্টায় কোনও ত্রুটি রাখবেন না দলবদলু তাপস। শাসক দলের স্থানীয় নেতা থেকে শুরু করে ছাত্র-যুব কর্মীরা সমস্ত এলাকায় বাড়তি সময় দিচ্ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Kolkata, #MamataBanerjee, #tmc, #Sudip Banerjee, #votes, #Loksabha Election 2024, #loksabha polls, #kolkata uttar

আরো দেখুন