← রাজ্য বিভাগে ফিরে যান
বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ, অসহনীয় গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ, রেহাই কবে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজকের সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে। টানা বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। কয়েকটি জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। অন্যদিকে গরমে পুড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি।
আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পং এই ৫টি জেলাতে কয়েকদিন ধরে লাল ও কমলা সতর্কতা চলছে। আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস। সোমবার থেকে কমবে তাপমাত্রা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।