শুধুমাত্র নর্দার্ন রেলেই গত দু’বছরে সাড়ে পাঁচ হাজার পদ অবলুপ্ত করেছে রেলমন্ত্রক
June 23, 2024 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার দিনকয়েক পরেই ট্রেনের সহ-চালক বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (এএলপি) পোস্টে শূন্যপদের সংখ্যা প্রায় তিন গুণ বৃদ্ধি করেছে রেলমন্ত্রক। কিন্তু এই ইস্যুতে সাম্প্রতিক একটি আরটিআইয়ের জবাব সামনে এসেছে। যাতে অস্বস্তিতে পড়ে গিয়েছে কেন্দ্রের এনডিএ সরকার।
মধ্যপ্রদেশের বাসিন্দা আরটিআই কর্মী চন্দ্রশেখর গৌড়ের তথ্য জানার অধিকার আইনের প্রেক্ষিতে করা আবেদনের ভিত্তিতেই নর্দার্ন রেলে অবলুপ্ত পদের পরিসংখ্যান দিয়েছে মন্ত্রক। শুধুমাত্র নর্দার্ন রেলেই গত দু’টি আর্থিক বছরে সাড়ে পাঁচ হাজার পদ অবলুপ্ত করে দিয়েছে রেলমন্ত্রক। এহেন পরিসংখ্যানেই চোখ কপালে উঠে গিয়েছে রেল বিশেষজ্ঞদের। একটিমাত্র রেলওয়ে জোনেই যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে সারা দেশে কী অবস্থা?