নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্যারিস অলিম্পিকে খাতা খুলল ভারত। সৌজন্যে মনু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন মনু। মাত্র .১ পয়েন্টের জন্য রুপো হাতছাড়া হল মনুর। তাঁর মোট পয়েন্ট স্কোর ২২১.৭। দক্ষিণ কোরিয়ার কিম ইয়েজির স্কোর ছিল ২২১.৮, তিনি রুপো জেতেন। দক্ষিণ কোরিয়ারই ও ইয়ে জিন ২৪৩.২ স্কোর করে সোনা জেতেন।