← খেলা বিভাগে ফিরে যান

ছবি: নিজস্ব




দেশজুড়ে মনু ভাকেরকে অভিনন্দন, বাদ গেলেন না বলিউডের সেলেবরাও

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্যারিস অলিম্পিকে ভারতের প্রথম পদক এসছে শুটিংয়ে মনু ভাকেরের মাধ্যমে। সারা দেশবাসী আনন্দে মাতোয়ারা। বলিউডের অভিনেতা থেকে নায়িকারা অভিনন্দন জানালেন মনু ভাকেরকে। দেখুন কোন সেলিব্রিটিরা প্রশংসা করলেন।
১) দীপিকা পাড়ুকোন
অভিনেত্রী দীপিকা পাড়ুকোন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে মনু ভাকেরকে অভিনন্দন জানিয়েছেন।

২) অনুষ্কা শর্মা
অনুষ্কা শর্মা অভিনন্দন জানিয়ে লিখেছেন মনু ভাকের তুমি দেশকে গর্বিত করেছ।

৩) করিনা কাপুর খান:
অভিনেত্রী করিনা কাপুরও অভিনন্দন জানিয়েছেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে।

৪) জ্যাকি শ্রফ:
বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফও অভিনন্দন জানিয়ে প্রশংসা করেছেন মনু ভাকেরের।
৫) রাজকুমার রাও:
অভিনেতা রাজকুমার রাও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন ‘আমরা সকলে তোমার জন্য গর্বিত।’

৬) সুনীল শেট্টি