রাজ্য বিভাগে ফিরে যান

বারাকপুর শিল্পাঞ্চলের একাধিক পৌর এলাকায় জায়গা ছেড়ে সরছেন হকাররা

July 29, 2024 | < 1 min read

বারাকপুর শিল্পাঞ্চলের একাধিক পৌর এলাকায় জায়গা ছেড়ে সরছেন হকাররা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যজুড়ে ফুটপাত দখলমুক্ত অভিযান শুরু হয়েছে। বারাকপুর শিল্পাঞ্চলের পুরসভাগুলি জোরকদমে কাজ আরম্ভ করেছে। দখলদারদের নোটিশ দিয়ে ১৫ দিন করে সময় দেওয়া হচ্ছে। অনেকেই সরে যাচ্ছেন। যাঁরা সরেননি, তাঁদের সরাতে অভিযান চালানো হবে বলেই জানিয়েছে প্রশাসন। শুক্রবার নৈহাটি, হালিশহর, ভাটপাড়ায় হকাররা নিজেরাই রাস্তা বা ফুটপাত থেকে দোকান সরিয়ে নেন। টিটাগড়ের জি সি রোডেও দোকানদাররা নিজেদের দোকান খুলে ফেলছেন।

ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান রেবা রাহা বলেন, গোটা পুরসভা এলাকায় সমীক্ষা চালিয়েছেন তাঁরা। পোর্টালে হকারদের নাম তোলা হচ্ছে। যাঁরা সরকারি জায়গা দখল করে আছেন, তাঁদের সরে যেতে বলা হয়েছে। অনেকেই সরে যাচ্ছেন। নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ও একই কথা বলেন। তিনি বলেন, অরবিন্দ রোডের হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। হকার্স মার্কেট তৈরি করা হয়েছে। যাঁরা রাস্তা দখল করে বসে আছেন, তাঁদের সরে যেতে বলা হয়েছে। তাঁরা সরে যাচ্ছেন। বিভিন্ন পুরসভা কয়েকটি রাস্তা নো হকার জোন করার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে বি টি রোড, ঘোষপাড়া রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলিকে যানজট মুক্ত রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Barrackpore Industrial Area, #hawkers, #Barrackpore, #Hawkers survey

আরো দেখুন