খেলা বিভাগে ফিরে যান

অলিম্পিক্সে জোড়া সোনা ক্রিকেটার উইনস্টন বেঞ্জামিনের ঘরে, ২ বছর আগে সাহায্য করেছিলেন শচীন

August 14, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাবা ওয়েস্ট ইন্ডিজের তারকা পেসার ছিলেন। ভিভ রিচার্ডস, রিচি রিচার্ডসন, ওয়ালস, হেইনসদের সঙ্গে চুটিয়ে ক্রিকেট খেলেছেন। প্রায় এক দশক ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা উইনস্টন বেঞ্জামিনের ছেলে আমেরিকার হয়ে অলিম্পিক্স মাতালেন। প্যারিস অলিম্পিক্সে একজোড়া গোল্ড মেডেল জিতেছেন রাই বেঞ্জামিন।

বছর দুয়েক আগে উইনস্টনের আবেদনের ভিত্তিতে তাঁকে সাহায্য করেছিলেন শচীন তেণ্ডুলকার। সেই সাহায্যের বিষয়টি হল উইনস্টনের ক্রিকেট অ্যাকাডেমি। অ্যান্টিগায় উইনস্টন ক্রিকেট অ্যাকাডেমি চালান। তাঁর সেই অ্যাকাডেমি চালানোর জন্যই ক্রিকেট সংক্রান্ত বেশ কিছু জিনিসের প্রয়োজন হয়েছিল। সেই জন্য উইনস্টন শচীনের শরণাপন্ন হন। উইনস্টন বলেছিলেন, তাঁর কোনও আর্থিক সাহায্য চাই না। শুধু, শচীন যেন ক্রিকেটের সামগ্রী তাঁর ক্রিকেট অ্যাকাডেমিকে উপহার দেন, সেই অনুরোধই করেছিলেন বেঞ্জামিন। শচীন সেই অনুরোধ ফেলেননি। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকার আবেদন মেনে তাঁকে নানা ক্রিকেটীয় সামগ্রী উপহার দিয়েছিলেন। শুধু শচীনই নন। ভারত থেকে প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনও ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারকে সাহায্য করেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sachin Tendulkar, #West Indies, #Paris Olympics 2024, #Winston Benjamin

আরো দেখুন