দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক ফাস্ট ট্র্যাক কোর্ট আছে বাংলাতেই : তৃণমূল
August 30, 2024 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও’ব্রায়েন শুক্রবার বলেছেন যে পশ্চিমবঙ্গে দেশের তৃতীয় সর্বোচ্চ সংখ্যক ফাস্ট ট্র্যাক আদালত রয়েছে।
এক্স-এর একটি পোস্টে, ও’ব্রায়েন ২৭ জুলাই, ২০২৩ তারিখে রাজ্যসভা থেকে একটি লিখিত উত্তরের একটি অংশ প্রকাশ করেছেন, যাতে দেশে দ্রুত ট্র্যাক আদালতের সংখ্যা দিয়েছে।
Since people from your team are shooting off letters to Bengal CM @MamataOfficial, thought you might find this answer in Parliament on FAST TRACK COURTS very informative
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) August 30, 2024
রাজ্যসভা থেকে সেই লিখিত উত্তর অনুসারে, পশ্চিমবঙ্গে ২০২৩ সালের মে পর্যন্ত ৮৮টি কার্যকরী ফাস্ট ট্র্যাক কোর্ট ছিল। উত্তরপ্রদেশে সর্বাধিক ৩৭২টি ফাস্ট ট্র্যাক কোর্ট এবং মহারাষ্ট্রে ৯৭টি ফাস্ট ট্র্যাক কোর্ট আছে যা দেশে দ্বিতীয় সর্বোচ্চ।