রাজ্য বিভাগে ফিরে যান

বর্ধমানে ভাদু গানের উৎসব

September 10, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘কাটোয়া আত্মীয় সমাজ’-এর উদ্যোগে রবিবার সন্ধ্যায় ভাদু উৎসব হয়। শহরের বাসিন্দারা সেখানে ভাদু গান শুনতে ভিড় জমান। ভাদু গানের মাধ্যমে গ্রামবাংলার নানা কৃষিজ শ্রেণির মানুষের সুখ-দুঃখের কথা উঠে আসে। কোশিগ্রাম ভাদু ও বোলান দল ও কীর্ণাহারের সুরুলিয়া বেরাইচণ্ডী ভাদু দল উৎসবে অংশ নেয়। কীর্ণাহারের দলের মূল কাণ্ডারী নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, আমি ৪০বছর ধরে ভাদু গানের সঙ্গে জড়িত। পুরনো লোকসংস্কৃতিকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছি।

কাটোয়া-১ ব্লকের কোশিগ্রাম পঞ্চায়েতের চুড়পুনি গ্রামের মহিলারাও ভাদু গানের দল তৈরি করেছেন। প্রতিদিন বিকেলে তাঁরা ভাদু প্রতিমা নিয়ে বিভিন্ন গ্রামে ঘুরছেন। চুড়পুনির বাসিন্দা শঙ্করী দাস, কুমকুম দাস, ছবি দাস, ভারতী দাস জানান, তাঁরা গ্রামে একটি স্বনির্ভর গোষ্ঠীর দল তৈরি করেছেন। ছোটবেলা থেকেই বাবা, কাকাকে ভাদু গানের চর্চা করতে দেখতেন। তাই ঠিক করেন, মহিলা ভাদু গানের দল গড়বেন।

গ্রামের বাসিন্দা বিপ্লব দাস বলেন, এখন বেশিরভাগ মানুষের ভাদু গান শোনার আগ্রহ নেই। তবে দিনমজুর পরিবারের মহিলারা ভাদু গান চর্চা করছেন, এটা আমাদের কাছে বড় পাওনা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bhadu Song, #Burdwan

আরো দেখুন