#BREAKING প্রয়াত বর্ষীয়ান সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি (১৯৫২-২০২৪)
September 12, 2024 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রয়াত বর্ষীয়ান সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২।
It is with profound grief that we announce the passing away of CPIM General Secretary, our beloved Comrade Sitaram Yechury, at 3.03 pm today, 12th September, at the AIIMS, New Delhi. He was suffering from a respiratory tract infection which developed complications.
গত ১৯ অগস্ট শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ ধরা পড়ার পর দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ ভর্তি করানো হয়েছিল তাঁকে। প্রথম থেকেই আইসিইউয়ে রাখা হয়েছিল তাঁকে। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে অবস্থার অবনতি হয়। কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য নিতে হয় চিকিৎসকদের। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।