কলকাতা বিভাগে ফিরে যান

স্বাস্থ্য ভবনের সামনে ডাক্তারদের অবস্থানে হামলার ষড়যন্ত্র! অডিয়ো ক্লিপের সূত্রে আটক সিপিআইএম নেতা কলতান

September 14, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা কুণাল ঘোষের প্রকাশ্যে আনা অডিয়ো ক্লিপ বিতর্কে এবার সিপিআইএমের যুব সংগঠনের নেতা কলতান দাশগুপ্তকে আটক করেছে পুলিশ। এর আগে সঞ্জীব দাস ওরফে বুবলাইকে বিধাননগর পুলিশ গ্রেপ্তার করেছিল ।

তৃণমূল নেতা কুণাল ঘোষ শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্যে আনেন (দৃষ্টিভঙ্গি এই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি)। স্বাস্থ্য ভবনের সামনে, যেখানে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ চলছে, সেখানে হামলা করে সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে, এরকম অভিযোগ করেন কুনাল ঘোষ।

প্রকাশ্যে আনা অডিয়ো ক্লিপে দুই ব্যক্তির কথোপকথন তুলে ধরা হয়েছিল। সেই ক্লিপে একজনকে ‘স’ এবং অপরজনকে ‘ক’ সম্বোধন করা হয়। এই আবহে পুলিশ ষড়যন্ত্রের অভিযোগ পেয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে।

অডিয়ো ক্লিপটি প্রকাশ্যে এনে কুনাল ঘোষ দাবি করেছিলেন, একজন অতি বাম সংগঠনের সঙ্গে যুক্ত, অপরজন বাম যুব সংগঠনের সঙ্গে যুক্ত। সেই অডিয়ো ক্লিপের সূত্র ধরেই এ বার এই ঘটনায় বামেদের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর নেতা কলতান দাশগুপ্তকে আটক করেছে পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cpim, #junior doctors, #RG Kar Incident, #Swastha Bhavan

আরো দেখুন