দেশ বিভাগে ফিরে যান

চাষের জমিতে রেলের ইঞ্জিন! রেলের পরিকাঠামো নিয়ে ফের প্রশ্ন উঠল

September 16, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতীয় রেলের পরিকাঠামো নিয়ে ফের প্রশ্ন উঠল। শনিবার সকালে মধ্যপ্রদেশের মোরেনায় দ্রুত গতিতে চলার সময় একদিকে বিপজ্জনকভাবে হেলে যায় ছত্তিশগড় এক্সপ্রেস। অমৃতসর থেকে ট্রেনটি বিলাসপুরে যাচ্ছিল। শনিবার সকালে ট্রেনটিকে হেলে যেতে দেখে দ্রুত রেলকর্মীদের জানান এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। সময় মতো ট্রেনটি না দাঁড়ালে উল্টে গিয়ে বড়ো ক্ষয়ক্ষতি হতে পারত বলে রেল সূত্রে জানা গিয়েছে। রেলের আধিকারিকরা জানিয়েছেন, রেললাইনের নীচে মাটি সরে যাওয়ার ফলেই এমন ঘটেছিল। অন্যদিকে, গত শুক্রবার বিহারে একটি ট্রেনের ইঞ্জিন লুপ লাইন ছাড়িয়ে সোজা চাষের জমিতে গিয়ে পড়ে। তবে, ইঞ্জিনটির সঙ্গে কোনও কামরা ছিল না। এই ঘটনায় কেউ আহত হয়নি।

জানা গিয়েছে, শনিবার সকালে ছত্তিশগড় এক্সপ্রেস প্রায় ১৩০ কিমি প্রতি ঘণ্টায় বিলাসপুরের দিকে আসছিল। মোরেনার হেতমপুর ও রাজস্থানের ঢোলপুর স্টেশনের মাঝে চম্বল নদীর ধারে ট্রেনটি বিপজ্জনকভাবে হেলতে শুরু করে। যাত্রীরাও বিষয়টি বুঝতে পারেন। এক ব্যক্তি ঘটনাটি দেখেই বিষয়টি স্টেশন মাস্টারকে জানান। তিনি সঙ্গে ট্রেনের চালককে সতর্ক করেন। চালক ইমার্জেন্সি ব্রেক ব্যবহার করে ট্রেন থামান। এরপর ঘটনাস্থলে যান রেলের ইঞ্জিনিয়াররা। তাঁরা খতিয়ে দেখার পর জানান, প্রবল বৃষ্টির জন্য রেললাইনের নীচের মাটি সরে গিয়ে প্রায় ছয় ফুট গভীর গর্ত তৈরি হয়েছিল। এক ঘণ্টা পর অত্যন্ত ধীর গতিতে ট্রেনটি ওই এলাকা পেরিয়ে যায়। অন্যদিকে, বিহারের ওয়াজিরগঞ্জ ও কোলহনা হল্ট স্টেশনের মাঝে রঘুনাথপুর গ্রামের কাছে ডিজেল ইঞ্জিনটি লুপ লাইনের ব্যারিকেড ভেঙে জমিতে গিয়ে পড়ে। কী কারণে এমন ঘটল তা স্পষ্ট নয়। ঘটনার পর ইঞ্জিনটি ঘিরে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#train accident, #Morena, #Chhattisgarh Express, #Madhya Pradesh

আরো দেখুন