রদবদল পুলিশে, কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরানোর ব্যাপারে জানিয়েছিলেন। মঙ্গলবার দুপুরের মধ্যে সেই প্রতিশ্রুতি পালন করলেন মুখ্যমন্ত্রী। কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে সেই পদে বসানো হল সিনিয়র আইপিএস অফিসার মনোজ ভার্মাকে।
কলকাতার সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পাঠানো হয়েছে এডিজি (এসটিএফ) পদে। একই সঙ্গে কলকাতা এবং রাজ্য পুলিশের একাধিক পদে বদল আনা হয়েছে। কলকাতা পুলিশের ডিসি (উত্তর) অভিষেক গুপ্তকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইএফআর-এর সেকেন্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার পদে। তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে দীপক সরকারকে। তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) ছিলেন। অন্য দিকে, মনোজের পদে অর্থাৎ এডিজি (আইনশৃঙ্খলা) হচ্ছেন জাভেদ শামিম।