দেশ বিভাগে ফিরে যান

২০৫০ সালের মধ্যে অনাহারে ভুগবে আরও ৪ কোটি শিশু, বলছে সমীক্ষা

September 19, 2024 | < 1 min read

———- ছবি সৌজন্যে: পিটিআই

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জলবায়ু পরিবর্তনের জেরে আগামী ২০৫০ সালের মধ্যে অনাহারে ভুগবে আরও ৪ কোটি শিশু। মঙ্গলবার অষ্টম গোলকিপারস রিপোর্টে এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, আগামী বছরগুলিতে আরও ৪ কোটি শিশুর ভবিষ্যৎ অন্ধকারে। অনাহার, অপুষ্টিতে ভুগতে ভুগতে একসময় মৃত্যুর কোলে ঢলে পড়বে তারা। আর এই পরিস্থিতি থেকে বাঁচতে প্রতিটি দেশের সরকারকেএগিয়ে আসতে হবে। বিশ্বজুড়ে স্বাস্থ্য পরিকাঠামোকে মজবুত করতে বাড়াতে হবে বরাদ্দের পরিমাণ। বিশেষ করে শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির বিষয়ে জোর দিতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে আফ্রিকার একাধিক দেশ। কারণ বর্তমানে সেখানে বিদেশি সাহায্যের পরিমাণ কমে গিয়েছে। সমীক্ষায় বলা হয়েছে, ২০১০ সালে এই সাহায্যের পরিমাণ ছিল ৪০ শতাংশ। এখন তা কমে হয়েছে ২৫ শতাংশ। এর জেরে ক্রমে বাড়ছে শিশুমৃত্যুর সংখ্যা।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #children, #stunted children

আরো দেখুন