কলকাতা বিভাগে ফিরে যান

পুজো উপলক্ষে শিয়ালদা শাখায় একাধিক পদক্ষেপ রেলের, জেনে নিন কী কী সুবিধা থাকছে যাত্রীদের জন্য

September 22, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুজোর আবহে বড় পদক্ষেপ করছে পূর্ব রেল। প্রতি বছর বিভিন্ন জেলা থেকে বহু মানুষকে কলকাতায় প্রতিমা দর্শন করতে যান। তাই বিশাল ভিড় থাকে লোকাল ট্রেনগুলিতে। একই ভাবে ভিড় থাকে মেল ও এক্সপ্রেস ট্রেনের জেনারেল কোচে। এই আবহে শিয়ালদা ডিভিশনে মেল ও এক্সপ্রেস ট্রেনে জেনারেল কোচের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে রেল।

এদিকে পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, ৯ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত সব গ্যালোপিং ট্রেনই থামবে সমস্ত স্টেশনে। এদিকে রেলের ট্র্যাক থেকে ১০-২০ মিটারের মধ্যে যে সমস্ত প্যান্ডেল থাকবে, সেসব জায়গায় মোতায়েন থাকবে রেল সুরক্ষা বাহিনীর বিশেষ ফোর্স। এই শিয়ালদা, দমদম, কলকাতা স্টেশনের মত ব্যস্ততম স্টেশনে থাকছে সাহায্যকারী বুথ।

পুজোর আবহে ব্যস্ততম লেভেল ক্রসিংয়ে থাকবে রেল প্রোটেকশন ফোর্স। সন্ধ্যা ৬ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত ট্রলি মুভমেন্ট বন্ধ থাকবে শিয়ালদহ স্টেশনে। একইসঙ্গে শিয়ালদায় অতিরিক্ত ৫ টি টিকিট কাউন্টারও থাকছে। এরমধ্যে ৪টি থাকছে শিয়ালদহ মেন এবং একটি থাকছে শিয়ালদহ সাউথ সেকশনে।

অতিরিক্ত যাত্রী চাপের কথা মাথায় রেখে স্পেশাল আরপিএফ বাহিনী মোতায়েন করা হবে। শিয়ালদহ, দমদম জংশন, কলকাতার মতো গুরুত্বপূর্ণ স্টেশন ‘মে আই হেল্প ইউ’ বুথ তৈরি করা হবে। ওই দিনগুলিতে শিয়ালদহ স্টেশনে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত যাত্রীদের ট্রলি নিয়ে যাতায়াত পুরোপুরি নিষিদ্ধ করা হবে।

শিয়ালদহ, বিধাননগর, দমদম, নৈহাটি, বালিগঞ্জ, সোনারপুর, কলকাতা, কাঁচরাপাড়া, বারাকপুর, মাঝেরহাট, কৃষ্ণনগর-সহ বহু স্টেশনে বিশেষ ট্রেন ইন্ডিকেশন ও প্যাসেঞ্জার অ্যাড্রেস সিস্টেম থাকবে। পুজোর জন্য ভিড়ে ঠাসা ট্রেনগুলিতে বাড়তি কোচ যুক্ত হবে। পর্যাপ্ত জরুরি চিকিৎসার সরঞ্জম ও অ্যাম্বুলেন্স থাকবে বিশেষ স্টেশনগুলিতে। শিয়ালদহ, দমদম, নৈহাটি, বারাসত সহ কয়েকটি স্টেশনে তৈরি করা হবে মেডিক্যাল সহায়তা কেন্দ্র।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sealdah Station, #durga puja, #sealdah division, #durga Pujo

আরো দেখুন