দেশ বিভাগে ফিরে যান

বাধা রইল না উচ্চ প্রাথমিকের নিয়োগে, কলকাতা হাই কোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে

September 24, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উচ্চ প্রাথমিকে ১৪ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে আর বাধা রইল না। কলকাতা হাই কোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়েছে, হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করছে না শীর্ষ আদালত।

উল্লেখ্য, ১৪,০৫২ শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। সেই নির্দেশ সংরক্ষণ নীতির বিরোধী দাবি করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজীব ব্রহ্ম-সহ কয়েক জন চাকরিপ্রার্থী। যার জেরে নিয়োগ নিয়ে জট তৈরি হয়। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, নতুনদের আবেদন শোনা হবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#SSC, #Supreme Court of India, #upper primary recruitment

আরো দেখুন