বৃষ্টিতে ৩৫ ওভারের শেষ কানপুরে ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃষ্টির পূর্বাভাস ছিলই। ভারত ও বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে কানপুরে তেমনটাই দেখা গেল। বৃষ্টির জেরে খেলা শুরু হতে দেরি হল। কয়েক বার খেলা বন্ধ হল। ৩৫ ওভারেই প্রথম দিনের খেলা শেষ হল। প্রথম ইনিংসে বাংলাদেশের রান ৩ উইকেট হারিয়ে ১০৭।
টস জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বল করতে নেমে নিজের প্রথম ওভারেই বাংলাদেশকে ধাক্কা দেন আকাশ দীপ। ক্যাচ দিয়ে ফেরেন জাকির। ২৪ বল খেলে শূন্য রানে ফেরেন জাকির। অপর ওপেনার শাদমানকেও আউট করেন আকাশ দীপ। ২৪ রান করেন তিনি।
মধ্যাহ্নভোজের বিরতির আগে বৃষ্টি শুরু হওয়ায় খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি থামলে দ্বিতীয় বার খেলা শুরু শান্তকে ৩১ রানের মাথায় আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। ফের বৃষ্টি শুরু হয়। গোটা মাঠ ঢেকে দেওয়া হয়। আম্পায়ারেরা প্রথম দিনের খেলা শেষের সিদ্ধান্ত নেন। মোমিনুল ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত রয়েছে।