..." />
খেলা বিভাগে ফিরে যান

ফের ভারতের ব্যাটিং বিপর্যয়! দ্বিতীয় দিন শেষ ৩০১ রানে এগিয়ে কিউইরা

October 25, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সিরিজের দ্বিতীয় ম্যাচেও কোণঠাসা রোহিত শর্মারা। ১৫৬ রানেই শেষ হয়ে গেল টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস। শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় নিউজিল্যান্ডের রান দ্বিতীয় ইনিংসের রান ৫ উইকেটে ১৯৮। ৩০১ রানে এগিয়ে লাথামেরা।

এদিন ওয়াশিংটন সুন্দরের ৭ উইকেটের বদলা নিলেন মাইকেল স্যান্টনার। তিনিও ৭ উইকেট নিয়েছেন। ঘরের মাঠে কিউই বোলারদের সামলাতে পারলেন না কোহলি, পন্থরা। যশস্বী জয়সওয়াল ও শুভমনের ব্যাট থেকে এল ত্রিশটি করে রান। এছাড়াও বলার মতো রান শুধু জাডেজার ৩৮। কোহলি ১, পন্থ ১৮, সরফরাজ ১১ করে একে একে আউট হন।

প্রথম ইনিংসে ১০৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড অধিনায়ক করলেন ৮৬ রান। তাঁকে আউট করেন ওয়াশিংটন। শুক্রবার ৪ উইকেট নেন ওয়াশিংটন।

TwitterFacebookWhatsAppEmailShare

#New Zealand, #IND vs NZ, #India vs New Zealand, #2nd Test, #pune test

আরো দেখুন