কলকাতার মুকুটে নতুন পালক! বিশ্বের সেরা শহরের তালিকায় ঠাঁই পেল মহানগর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতার মুকুটে যুক্ত হল নতুন পালক। একই সঙ্গে তিন স্বীকৃতি জুটল মহানগরের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে সে কথা জানান। ট্রাভেল প্লাস লেসিওরের বিচারে উনিশ-তম স্থান দখল করেছে কলকাতা। পাশাপাশি, সেভিলস ওয়ার্ল্ড রিসার্চ সম্প্রতি গ্রোথ হাবস ইনডেক্স শীর্ষক একটি আন্তর্জাতিক রিপোর্ট প্রকাশ করেছ। অর্থনৈতিক পরিস্থিতি, বিশ্বের বিভিন্ন প্রথম সারির সকলের নাগরিকদের সম্পদের পরিমাণ বৃদ্ধি, নতুন শিল্প এবং বিনিয়োগের পরিবেশের পাশাপাশি বিনিয়োগসম্ভাবনা, এই ধরনের বেশ কয়েকটি বিষয়ের উপরে নির্ভর করে তৈরি হয়েছে এই রিপোর্ট। তাঁরা এগারো-তম স্থান পেয়েছে কলকাতা। দিল্লি আইআইটির বিচারে মেট্রো শহরের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে কলকাতা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “কলকাতা সত্যিই প্রগতির পথে জ্বলছে। আমাদের শহরের সফরের সুন্দরভাবে প্রতিফলিত হচ্ছে, ঐতিহ্য ও আধুনিকতা সহাবস্থান এবং উন্নয়ন পরিবেশ সচেতনতার সঙ্গে হাতে হাত মিলিয়ে চলছে কলকাতা। কলকাতাবাসীর প্রতিশ্রুতি ও সহযোগিতা ছাড়া এই স্বীকৃতি সম্ভব হত না। আমরা সকলে এক সঙ্গে মিলে একটি শহর গড়ে তুলছি যা তার ঐতিহ্যকে সম্মান করে, উন্নয়নের সাথে এগিয়ে যায় এবং পরিবেশের যত্ন নেয়। আসুন আরও উজ্জ্বল, স্বাস্থ্যকর এবং সমৃদ্ধ কলকাতার জন্য সঙ্গে লড়াই চালিয়ে যাই।”