নয় বছরের অপেক্ষার অবসান! এবার ট্রেনপথে বিষ্ণুপুর ভ্রমণ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অবসান হতে চলেছে দীর্ঘ ৯ বছরের অপেক্ষার। হাওড়া থেকে ট্রেনে চেপে সরাসরি বাঁকুড়া-বিষ্ণুপুর যাওয়ার রেলপথ খুলে যাচ্ছে। আগামী ডিসেম্বরে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের সঙ্গে মশাগ্রাম-বাঁকুড়া সেকশন জুড়তে চলেছে। ২০১৩ সালে মশাগ্রাম-বাঁকুড়ার মধ্যে যাত্রী পরিষেবা চালু হয়েছিল। কিন্তু সরাসরি হাওড়ার সঙ্গে যোগাযোগ ছিল না। যাত্রীদের ট্রেন বদল করতে হত। রেলের তরফে অসম্পূর্ণ কাজ শেষ হয়েছে। এবার মশাগ্রাম হয়ে বাঁকুড়ার ট্রেন চলবে। সিগন্যাল ও প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট রুটের যাত্রীদের সাময়িক দুর্ভোগ পোহাতে হবে। লাইনের নন-ইন্টারলকিং কাজের জন্য আগামী ১৪ থেকে ১৭ নভেম্বর একগুচ্ছ এক্সপ্রেস এবং লোকাল ট্রেন বাতিল হতে চলেছে। একাধিক দূরপাল্লার ট্রেন ঘুরপথে চালানো হবে।
রেল জানিয়েছে, আগামী সপ্তাহের বৃহস্পতিবার থেকে রবিবার টানা চারদিন হাওড়া-বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস, হাওড়া-রামপুরহাট শহিদ সুপারফাস্ট এক্সপ্রেস, শিয়ালদহ-রামপুরহাট মা তারা এক্সপ্রেস, হাওড়া-সিউড়ি হুল এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি মেমু বাতিল থাকবে। কবিগুরু এক্সপ্রেস ১৩ থেকে ১৬ নভেম্বর চলবে না। ১৪ থেকে ১৬ নভেম্বর শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল থাকবে। গণদেবতা এক্সপ্রেসের পরিষেবা মিলবে না আগামী ১৬ ও ১৭ নভেম্বর। অন্যদিকে, হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, সরাইঘাট, পদাতিক, শক্তিপুঞ্জ এক্সপ্রেস এবং মুম্বই মেল ঘুরপথে চালানো হবে।
আগামী বৃহস্পতি ও শুক্রবার কর্ড লাইনে ১১টি আপ এবং ১২টি ডাউন লোকাল ট্রেন বাতিল থাকবে। দু’দিন মেন লাইনে আপ-ডাউন মিলিয়ে বন্ধ থাকবে ২১টি লোকালের যাত্রা। এছাড়া গুচ্ছ ইএমইউ আপ এবং ডাউনে বাতিল থাকবে। রেলের দাবি, কাজ শেষে মশাগ্রাম থেকে শক্তিগড় পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার রেলপথ পুরোপুরি স্বয়ংক্রিয় সিগন্যালিং সিস্টেমের আওতায় আসবে। ওই শাখায় আগামী দিনে আরও বেশি সংখ্যক মালগাড়ি ও যাত্রীবাহী ট্রেন চালানো যাবে। ট্রেনের গতি বৃদ্ধিও হবে। বাঁকুড়া পর্যটন শিল্পে বাড়তি অক্সিজেন পাবে।