রাজ্য বিভাগে ফিরে যান

ফিরছে ঐতিহ্যের পৌষমেলা, পাঁচ বছর পর আয়োজনে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী

November 17, 2024 | < 1 min read

ফিরছে ঐতিহ্যের পৌষমেলা, পাঁচ বছর পর আয়োজনে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী। ফাইল ছবি। সৌজন্যে: holidify

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পাঁচ বছর পর ফিরতে চলেছে ঐতিহ্যের পৌষমেলা। এবার পৌষমেলা আয়োজন করছে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বুধবারের রুদ্ধদ্বার বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ। এ খবরে খুশি শান্তিনিকেতনের স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে আশ্রমিকরা।

২০১৯ সালে শেষবারের মতো বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষমেলার আয়োজন করেছিল। তার পর করোনাকালে এবং পরবর্তী কয়েক বছর শান্তিনিকেতনে পৌষমেলার ছবিটা বদলে গিয়েছিল। গতবছর রাজ্য সরকারের উদ্যোগে পূর্বপল্লিতে পৌষমেলা করলেও বিশ্বভারতী বা শান্তিনিকেতন ট্রাস্টের কোনও ভূমিকা ছিল না। পূর্বপল্লির মাঠ রীতিমতো ভাড়া করে মাত্র চারদিন ধরে মেলা হয়।

৭ নভেম্বর বিশ্বভারতীর আয়োজনে পূর্বপল্লির মাঠে পৌষমেলা করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছিলেন বোলপুরের ব্যবসায়ী সমিতি ও কবিগুরু হস্তশিল্পী উন্নয়ন সমিতি। তারপর বৈঠক হয়। বিশ্বভারতীর সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পৌষমেলার আয়োজন করতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট। বুধবার সেই বৈঠক ছিল বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে। বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, এবছর ঐতিহ্যবাহী পৌষমেলা হবে বিশ্বভারতী ও ট্রাস্টের আয়োজনে।

বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানান, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ট্রাস্টের ডিড অনুযায়ী ৭ই পৌষ মেলার আয়োজন হবে পূর্বপল্লীর মাঠেই। পর্যাপ্ত পানীয় জল, বিদ্যুৎ, অস্থায়ী শৌচাগারের ব্যবস্থা সহ নিরাপত্তার কথা মাথায় রেখেও রাজ্য সরকার ও জেলা প্রশাসনের কাছে সহযোগিতা চাওয়া হবে। পূর্বপল্লীর মাঠে ঐতিহ্যবাহী পৌষমেলা হতে চলেছে, এমন খবর ছড়িয়ে পড়তেই ব্যবসায়ী মহলে খুশির হওয়া বইছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#SHANTINIKETAN, #Poush Mela, #Poush Mela 2024

আরো দেখুন