রাজ্য বিভাগে ফিরে যান

গঙ্গাদূষণ রুখতে কী উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার?

November 21, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: WhatShot

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: গঙ্গাদূষণ রুখতে তৎপর রাজ্য। গার্ডেনরিচ শিপ ইয়ার্ডকে ১৩টি ভেসেল তৈরির বরাত দিল রাজ্য সরকার। অত্যাধুনিক এই বৈদ্যুতিক জলযান তৈরিতে মোট ৩০০ কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। জলযানগুলো পরিবেশবান্ধব হবে।

জানা গিয়েছে, জলযানগুলোয় ১০০ এবং ২০০ আসন থাকবে। ১৩টি জলযানের মধ্যে ৭টি তৈরি হবে ১০০ আসনের ও ৬টি হবে ২০০ আসনের। সেগুলো হবে সম্পূর্ণ বাতানুকূল। ২০০ সিটের দোতলা জলযানগুলো ৩০ মিটার লম্বা ও ৮–১০ মিটার চওড়া। এগুলির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২ কিলোমিটার। ১০০ সিটের জলযানগুলি ২৫ মিটার লম্বা ও ৮ মিটার চওড়া। যার গতিবেগ ঘণ্টায় ৯ কিলোমিটার। পরিবেশবান্ধব ভেসেলগুলি কলকাতা সংলগ্ন জেটি ঘাটগুলো থেকে চলবে বলে জানানো হয়েছে। আড়াই বছরের মধ্যে ভেসেল তৈরির কাজ সম্পূর্ণ করতে হবে। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পরিষেবা সচল রাখতে তৈরি করা হবে ১৩টি চার্জিং স্টেশন।

একটি ২০০ আসনের বৈদ্যুতিক জলযান ইতিমধ্যেই তৈরি হয়েছে। খুব তাড়াতাড়ি তা জলপথে চলাচল শুরু করবে। দক্ষিণেশ্বর–বেলুড়মঠের মধ্যে জনযানটি চলাচল করতে পারে বলে জানা যাচ্ছে। মিলেনিয়াম পার্কে একটি চার্জিং স্টেশন তৈরি হয়েছে।
জলপথ পরিবহণকে ঢেলে সাজাতে এবং গঙ্গা দূষণ রুখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য। জানা যাচ্ছে, আগামী আড়াই বছরের মধ্যে দূষণহীন জল পরিবহণের পরিষেবা পাবেন যাত্রীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#River Ganga, #ganga pollution, #West Bengal

আরো দেখুন