কেটে গেল জট, রাজ্য সরকারের প্রস্তাবে সায় দিয়েই ছটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের নাম চূড়ান্ত করলেন রাজ্যপাল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগে জট কাটল। রাজ্য সরকারের প্রস্তাবে সায় দিয়েই ছটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের নাম চূড়ান্ত করে ফেললেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য। শুক্রবার এই খবর জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
মিষ্টি সম্পর্ক তৈরি করতে চান বলে বার্তা দিয়েছিলেন তিনি। রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই বার্তা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। তারপরই দেখা গেল কথা অনুযায়ী কাজ। বিধানসভায় গিয়ে ৬ জন বিধায়ককে শপথবাক্য পাঠ করিয়ে রাজভবনে ফিরলেন তিনি। এবার স্থায়ী উপাচার্য পেতে মুখ্যমন্ত্রীর পছন্দের তালিকায় সিলমোহর দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, শুক্রবার ৬জন উপাচার্যের নিয়োগপত্র পাঠানো হয়েছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছে নির্মাল্যনারায়ণ চক্রবর্তী। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শংকরকুমার নাথ, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন রূপকুমার বর্মণ। আর রানি রাসমণি গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য পদে বসছেন অমিয়কুমার পান্ডা, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন কল্লোল পাল এবং সিধো কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন পবিত্রকুমার চক্রবর্তী। রাজ্যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সাংবিধানিক প্রধান রাজ্যপাল। উপাচার্য নিয়োগে রাজ্য সরকারের এক্তিয়ার থাকলেও চূড়ান্ত অনুমোদন দিতে হয় আচার্যকে। সেখানে জটিলতা তৈরি হয়েছিল। এবার তা কেটে গেল।