কলকাতা বিভাগে ফিরে যান

কলকাতা পুলিশের কো-অপারেটিভ ব্যাঙ্কে টাকা রাখাতে পারবেন সাধারণ মানুষও

December 10, 2024 | < 1 min read

— ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা পুলিসের কো-অপারেটিভ ব্যাঙ্ক নিয়ে বিভিন্ন অভিযোগ উঠেছে। পুলিসকর্মীদের জমানো টাকা অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে বলে জল্পনা শুরু হয়। বিতর্ক আরও উস্কে দেয় দীর্ঘ ১৩ বছর নির্বাচন না হওয়ায়। প্রশাসক দিয়ে কাজকর্ম চালানোয় কোনও সিদ্ধান্তই হয়নি। নির্বাচিত বডি না থাকায় রিজার্ভ ব্যাঙ্কের কাছে কোনও প্রস্তাব পাঠানো যায়নি। এই নিয়ে পুলিস মহলে অসন্তোষ ছিল। বিষয়টি কানে যাবার পরই কলকাতা ও রাজ্য পুলিসের ওয়েলফেয়ার কমিটির কো-অডিনেটার শান্তনু সিনহা বিশ্বাস উদ্যেগী হন। এরপর চলতি মাসের ৭ তারিখ নির্বাচন হয়। ১০৩ জন সদস্য কে নিয়ে নতুন বোর্ড তৈরি হয়েছে।

নতুন বডি ক্ষমতায় আসার পরই সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ককে আর্থিক দিক থেকে লাভবান করার। বাড়তি আমানত সংগ্রহের উপর জোর দেওয়া হয়েছে। সেই কারণেই সিদ্ধান্ত হয়েছে এই ব্যাঙ্ককে শুধুমাত্র পুলিসকর্মীদের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। সাধারণ মানুষকেও অ্যাকাউন্ট খোলার সুযোগ দিতে হবে। জনগণ যাতে এখানে টাকা রাখতে উৎসাহী হয় সেজন্য অন্য ব্যাঙ্কের চাইতে বাড়তি সুদের ব্যবস্থা করা হবে। প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bank account, #Cooperative Bank, #Kolkata Police Cooperative Bank, #people

আরো দেখুন