দেশ বিভাগে ফিরে যান

দেশ চলবে সংখ্যাগুরুর ইচ্ছে অনুযায়ী, বিশ্ব হিন্দু পরিষদের সভায় বেলাগাম বিচারপতি

December 10, 2024 | < 1 min read

প্রকাশ্যে এক আলোচনা সভায় এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখরকুমার যাদব বলেন, “এটা হিন্দুস্তান। আর এই দেশ চলবে সংখ্যাগুরুর ইচ্ছে অনুযায়ী।” পাশাপাশি তিনি এও বলেন, এমন কথা বলতে বিন্দুমাত্র দ্বিধা নেই তাঁর। ওই সভায় উপস্থিত ছিলেন হাইকোর্টের আরও এক বিচারপতি দীনেশ পাঠক।

রবিবার প্রয়াগরাজে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আলোচনা সভার আয়োজন করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। ওই অনুষ্ঠানে বক্তা ছিলেন বিচারপতি যাদব। সেখানে তিনি বলেন, “আমার বলতে বিন্দুমাত্র দ্বিধা নেই যে এটা হিন্দুস্তান এবং এখানে বসবাসকারী অধিকাংশের ইচ্ছে অনুযায়ী দেশ চলতে পারে। আইন তেমনই। বাস্তবেও অধিকাংশের মতামত অনুযায়ী আইন কাজ করে। পরিবার হোক বা সমাজ, সব জায়গায় দৃশ্যটা এক।”

একজন বিচারপতির এহেন মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে, ভারতের মতো ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক দেশে কীভাবে এমন কথা বলতে পারেন একজন বিচারপতি!

TwitterFacebookWhatsAppEmailShare

#Controversy, #Judge, #VHP

আরো দেখুন