পূর্ব ভারতের মধ্যে সেরার স্বীকৃতি পেল কলকাতা মেডিক্যাল কলেজ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যের সেরা চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠানের কেন্দ্রীয় স্বীকৃতি পেল কলকাতা মেডিক্যাল কলেজ। আর জি কর, এসএসকেএম, এনআরএস-কে টপকে গেল মেডিক্যাল কলেজ। শুধু তাই নয়, পূর্ব ভারতের মধ্যে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে ‘সেরা’র তকমা দিল কেন্দ্রীয় সংস্থা আইসিএমআর (দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ)। গবেষণার নিরিখে রাজ্য সরকারি এই হাসপাতালটিকে স্বীকৃতি দিয়েছে তারা। এ জন্য কলকাতা মেডিক্যাল কলেজকে ১.২৫ কোটি টাকার অনুদান দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে আইসিএমআর।
মেডিক্যাল কলেজ সূত্রে খবর, মূলত গত বছরের গবেষণার কাজের জন্যই আইসিএমআর স্বীকৃতি দিয়েছে কলকাতা মেডিক্যাল কলেজকে। মোট কতগুলি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে গত বছর, সে সব কোথায় কোথায় প্রকাশিত হয়েছে এবং কত জন চিকিৎসক গবেষণায় অংশগ্রহণ করেছেন— এই ক’টি মানদণ্ডের উপরেই বিবেচনা হয়েছে। সারা ভারতে কলকাতা মেডিক্যাল কলেজ ৭০ শতাংশ নম্বর পেয়েছে, যা এ রাজ্যে তো বটেই, গোটা পূর্ব ভারতে সর্বোচ্চ।
মূল্যায়নের পরে জানিয়ে দেয়, দশের মধ্যে সাত নম্বর পেয়ে রাজ্যের সেরা চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান কলকাতা মেডিক্যাল। দ্বিতীয় স্থানে পিজি হাসপাতাল। চিকিৎসা গবেষণায় উৎসাহ দিতে সারা দেশের ১২৫টি চিকিৎসা প্রতিষ্ঠানে ২০১৪ সালে মেডিক্যাল রিসার্চ ইউনিট প্রকল্প চালু করে কেন্দ্র। ২০১৭ সাল থেকে আমাদের রাজ্যে চালু হয় এই ইউনিটগুলি।