কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ধমক খাওয়ার পর বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে শুভেন্দু
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সদস্যক সংগ্রহ কর্মসূচি নিয়ে ‘নিষ্ক্রিয়’ বিজেপি বিধায়কদের বঙ্গ–বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল ধমক দিয়েছেন বলে সূত্রের খবর। তাঁর এই ধমকের পরই বিধায়কদের নিয়ে বৈঠক করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বুধবার বিজেপির রাজ্যশ দপ্তরে এই বৈঠকে রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী থেকে সহকারী সংগঠন সম্পাদক সতীশ ধনদ সকলেই ছিলেন। সেখানেই বৃহস্পতিবার থেকে বিধায়কদের সদস্যা সংগ্রহের কাজে নামার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশলের ধমক খাওয়ার পর বিধায়করা পাল্টা দাবি তুলেছেন যে, তাঁরা সব বিষয়ে সুনীল বনশলের সঙ্গে বৈঠক করতে চান। অথচ দলের বিধায়কদের কাঠগড়ায় তুলেছেন সুনীল বনশল। সদস্যে সংগ্রহের পারফরম্যাতন্সে সাংসদদের ভূমিকা নিয়েও সুর চড়িয়ে একাধিক সাংসদকে ভর্ৎসনা করেছেন তিনি। এই আবহে বিধায়কদের মাঠে নামাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বঙ্গ–বিজেপির বিধায়কদের নিয়ে পৃথক বৈঠক করলেন। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ, বিশাল লামা বিশ্বনাথ কারক–সহ আরও কয়েকজন বিধায়করা সেই বৈঠকে উপস্থিত ছিলেন।