দেশ বিভাগে ফিরে যান

এক দেশ এক ভোট: সংসদীয় যৌথ কমিটিতে কল্যাণ, সাকেত

December 18, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘এক দেশ এক ভোট’ ব্যবস্থা চালু করতে সংসদে পয়লা বাধা পেরিয়ে গিয়েছে সরকার। এই সংক্রান্ত বিলটি মঙ্গলবার লোকসভায় পেশ করার আগে বিরোধীদের প্রস্তাব মেনে ভোটাভুটি হলে তাতে স্বচ্ছন্দে জিতে যায় সরকার পক্ষ।

ভোটাভুটিতে সরকারের পক্ষে বেশি ভোট পড়ায় বিল পেশ করা গেলেও তা পাশ করানো সম্ভব হয়নি। বিল দু’টি কবে আইনে পরিণত হবে, কবে থেকে কার্যকর হবে, তা নিয়ে ধন্দ রয়েছে। এই পরিস্থিতিতে সংশোধনী বিল নিয়ে আলোচনার জন্য পাঠানো হয়েছে সংসদের যৌথ কমিটিতে (জয়েন্ট কমিটি অফ পার্লামেন্ট)। এই সংসদীয় যৌথকমিটির জন্য তৃণমূল কংগ্রেস দলের লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সাকেত গোখলেকে মনোনিত করেছে।

সাধারণত সংসদের এই জাতীয় যৌথ কমিটিতে সর্বাধিক ৩১ জন সদস্য থাকতে পারেন। তার মধ্যে ২১ জনই লোকসভার সদস্য। থাকবেন রাজ্যসভার সদস্যেরাও। যৌথ কমিটিতে কোন দলের কত জন সদস্য থাকবেন, তা নির্ভর করে ওই দলের মোট সাংসদ সংখ্যার উপর। ৪৮ ঘণ্টার মধ্যে লোকসভার স্পিকার ওম বিড়লা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কারণ শুক্রবার শেষ হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Kalyan Banerjee, #Saket Gokhale, #JPC, #Joint parliamentary committee

আরো দেখুন