মন্ত্রীরা কে কোন অনুষ্ঠানে যাচ্ছেন জানাতে হবে মুখ্যমন্ত্রীকে
December 27, 2024 | < 1 min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যের এক মন্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দেওয়া এবং সেখানে এক ব্যক্তিকে সংবর্ধনা জানানো নিয়ে বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উস্মা প্রকাশ করেছেন বলেই সূত্রের খবর। সেই প্রসঙ্গে কথা বলার সময়ই মন্ত্রীদের উদ্দ্যেশে মমতার মন্তব্য, কে কোন অনুষ্ঠানে যাচ্ছেন তা তাকে জানিয়ে তবেই যেতে হবে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বড়দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেন্টিগ্রেড।
#Christmas #Christmas2024 #HottestChristmas #Kolkata #Drishtibhongi
সান্তাক্লজের লাল টুপি মাথায় দিনভর ঘুরল মানুষজন।
#MerryChristmas #MerryChristmas2024 #Churches #Hooghly #Howrah #SantaClaus #Crowd #Drishtibhongi
উত্তরপ্রদেশের যোগী সরকার পর্যন্ত কেন্দ্রের কাছে সাফাই চেয়ে বলেছে যে, গোটা বিষয়টি নিয়ে বিভ্রান্তি হচ্ছে, স্পষ্ট করে দেওয়া হোক।
#GST #GSTCouncil #PopcornTax #Popcorn #NirmalaSitharaman #Controversy #Drishtibhongi