মেলবোর্নে বুমরাহের রেকর্ড, চতুর্থ দিনের শেষে অজিরা এগিয়ে ৩৩৩ রানে
নিউজ ডেস্ক দৃষ্টিভঙ্গি: বক্সিং ডে টেস্টের চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৯ উইকেট হারিয়ে ২২৮, ইতিমধ্যেই ভারতের চেয়ে ৩৩৩ রানে এগিয়ে গিয়েছেন প্যাট ক্যামিংসরা। দিনের শুরুতে যেখানে টেস্ট জয়ের গন্ধ পাচ্ছিলেন রোহিতরা, সেখানে দিন শেষে ম্যাচের ফেরার স্বপ্নে কার্যত ধাক্কা দিলেন লিও এবং বোল্যান্ড জুটি।
১০৫ রানের লিড নিয়ে খেলতে নেমেছিল অজিরা। কনস্টাসকে এদিন মাত্র ৮ রানে ফিরিয়ে দেন বুমরাহ। উসমান খোয়াজাও আউট হন ২১ রান করে। স্মিথকে ১৩ রানে ফেরান সিরাজ। হেড দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ। তাঁকে ১ রানে ফেরান বুমরাহ। অস্ট্রেলিয়া মাত্র ৯১ রানে ৬ উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল। লাবুশেন এবং কামিন্স পালটা লড়াই শুরু করেন। দু’জনের ক্যাচই ফসকান যশস্বী জয়সওয়াল। জোড়া ক্যাচ মিসের জেরে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া বড় রান তুলে ফেলল। লাবুশেন করলেন ৭০, কামিন্স করলেন ৪১ রান। কামিন্স যখন আউট হলেন তখনও ভারতের কামব্যাকের সম্ভাবনা ছিল। কিন্তু লিও এবং বোল্যান্ড জুটি ৫৫ রান তুলে অপরাজিত।
অন্যদিকে, মেলবোর্নের মাঠে বুমরাহ গড়লেন রেকর্ড এদিন। দ্রুততম ভারতীয় পেসার হিসেবে টেস্টে ২০০ উইকেট নিলেন তিনি। গোটা বিশ্বে একমাত্র বোলার হিসাবে কুড়ির নীচে গড় রেখে ২০০ উইকেট তুলে নিয়েছেন বুমরাহ। ১৯.৫৬ গড়ে ২০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি। এর আগে নজিরটি ছিল ম্যালকম মার্শালের দখলে। ২০০ উইকেট নেওয়ার ক্ষেত্রে তাঁর গড় ছিল ২০.৯। রবিবার বুমরাহর ২০০ তম শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেড। মাত্র ৪৪টি টেস্ট খেলে মাইলফলক ছুঁয়েছেন তিনি। ভারতীয় পেসারদের মধ্যে ৫০টি টেস্ট খেলে ২০০টি উইকেট নেওয়ার নজির গড়েছিলেন কপিল দেব।