দেশ বিভাগে ফিরে যান

নাবালক সন্তানের পাসপোর্টের আবেদনে সিঙ্গল পেরেন্টের স্বাক্ষরই যথেষ্ট, জানাল আদালত

December 30, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবেদন পত্রে বাবার স্বাক্ষর না থাকায় চার বছরের এক শিশুর পাসপোর্টের আবেদন খারিজ করে দিয়েছিল হায়দরাবাদের আঞ্চলিক পাসপোর্ট অফিস। জবাবি চিঠিতে জানানো হয়েছিল, নিয়ম অনুযায়ী মায়ের পাশাপাশি বাবার অনুমতি বা আদালতের সম্মতি ছাড়া পাসপোর্ট ইস্যু সম্ভব নয়।

এই নির্দেশের বিরোধিতা করে চার বছরের ওই শিশুকন্যার মা আদালতের দ্বারস্থ হন। পাসপোর্ট অফিসের ওই নির্দেশ খারিজ করে দিয়েছেন তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। আদালত জানিয়েছে, মায়ের উপরে এমন অপ্রয়োজনীয় বোঝা চাপানো যুক্তিযুক্ত নয়। তাছাড়া পাসপোর্ট আইনেও এমন বলা নেই যে, কোনও সিঙ্গল পেরেন্ট তাঁর নাবালক সন্তানের পাসপোর্টের আবেদন করতে পারবেন না। জানা গিয়েছে, মামলাকারী মহিলার স্বামী তাঁকে ফেলে রেখে আমেরিকায় চলে গিয়েছেন ও ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন। বর্তমানে হায়দরাবাদের একটি আদালতে দম্পতির বিবাহবিচ্ছেদের মামলা চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#PASSPORT APPLICATION

আরো দেখুন