পর্যটকদের জন্য খুশির খবর: পমফ্রেট-লবস্টার থেকে কাঁকড়া, দীঘায় সি ফুড ফেস্টিভ্যাল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত দীঘা। সেই দীঘার অপরূপ পরিবেশে সময় কাটাতে আসেন হাজার-হাজার পর্যটক। সারি দিয়ে দাঁড়ানো ঝাউবন আর তারই পাশে সমুদ্রের গর্জন মিলিয়ে দীঘার পরিবেশ সারা বছরই মন্ত্রমুগ্ধকর এক অভিজ্ঞতা এনে দেয়। এবার পর্যটকদের জন্য বাড়তি পাওনা গঙ্গোৎসব ও সি-ফুড ফেস্টিভ্যাল।
প্রতিবছর এই উৎসবের আয়োজন করে দীঘার মৎস্যজীবী সংগঠন। এবছর সিলভার জুবিলি বা ২৫ বছর। বুধবার আনুষ্ঠানিকভাবে যা শুরু হয়েছে। চলবে টানা ছয় দিন। প্রথমদিন থেকেই এই উৎসবে যোগ দিয়েছেন রাজ্যের বিভিন্ন এলাকার মৎস্যপ্রেমীরা। মোট ৪০টি পদ চেখে দেখার বা পেটপুরে খাওয়ার সুযোগ রয়েছে তাঁদের সামনে। সেইসঙ্গে প্রদর্শনীতে থাকছে ঘুরাই, টপটপা, ব্রাউন বেলে, চেলে, সোনা বাম-সহ নানা ধরনের মাছ। যা স্কুল পড়ুয়াদের কাছে মাছ নিয়ে আলাদা উৎসাহ তৈরি করবে।