সঞ্জয় রাইয়ের ফাঁসি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য, জানালেন মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের মামলায় সোমবার প্রধান অভিযুক্ত সঞ্জয় রাইয়ের সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। সঞ্জয়ের সাজা বিরলের মধ্যে বিরলতম নয় বলে জানিয়েছেন বিচারপতি অনির্বাণ দাস। এবং সে কারণেই তাঁকে সর্বোচ্চ সাজা তথা মৃত্যদণ্ড না দিয়ে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছেন।
প্রাথমিক প্রতিক্রিয়ায়, এ ঘটনায় যারপরনাই হতাশা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বলেছেন, তিনি এই রায়ে সন্তুষ্ট নন। ফাঁসির সাজা হলে মনকে সান্ত্বনা দিতে পারতেন।
এরপরই সোমবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে ‘অভয়া’ কাণ্ডে রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের কথা জানালেন খোদ মুখ্যমন্ত্রী। আর জি কর কাণ্ড বিরলতম ঘটনাই। দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এই যুক্তিতেই দোষী সঞ্জয় রাইয়ের ফাঁসি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য।