দেশ বিভাগে ফিরে যান

প্রথমবারের জন্য মহিলা সাধারণ সম্পাদক পাচ্ছে CPI(M)?

January 28, 2025 | < 1 min read

ছবি সৌজন্যে: দা স্টেটসম্যান

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সীতারাম ইয়েচুরির পর কে হবেন দলের সাধারণ সম্পাদক?‌ সিপিএমের অন্দরে নানান নাম ঘুরছে। এ’বছর বিহারে ভোট, আগামী বছর বাংলা ও কেরলে বিধানসভা নির্বাচন। স্থায়ী সাধারণ সম্পাদক চাইছে সিপিএম। কলকাতায় কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়ে গিয়েছে। সেখানেও প্রশ্ন উঠেছিল।

সিপিএমের এমন একজন সাধারণ সম্পাদক প্রয়োজন, যিনি জাতীয় রাজনীতি এবং আঞ্চলিক রাজনীতি দুটো সমানভাবে বোঝেন। বেশ কয়েকটি নাম নিয়ে সিপিএমের অন্দরে চর্চা শুরু হয়েছে। এমএ বেবির নাম উঠে এসেছে। বৃন্দা কারাত এবং মানিক সরকারের নাম শোনা যাচ্ছে। বেশি সমর্থন মিলছে বৃন্দা কারাতের নামে। সেক্ষেত্রে, প্রথম মহিলা সাধারণ সম্পাদক পেতে পারে সিপিএম।

সীতারাম ইয়েচুরি প্রয়াত হওয়ার পর প্রকাশ কারাতকেই পলিটব্যুরো সমন্বায়ক করা হয়। পার্টির বক্তব্য, তা দিয়ে দীর্ঘদিন চলা সম্ভব নয়। একজন সাধারণ সম্পাদক প্রয়োজন। বৃন্দা কারাতের দিকেই পাল্লা ভারী হয়েছে। তিনি, জাতীয় এবং রাজ্য;রাজনীতি দুটোই খুব ভাল করে বোঝেন। মহিলা মুখ ছাড়া যে এখন টিকে থাকা মুশকিল সেটাও অনুভব করেছেন কমরেডরা। আগামী ২ থেকে ৬ এপ্রিল মাদুরাইতে অনুষ্ঠিত হবে ২৪তম পার্টি কংগ্রেস। তখন প্রকাশ্যে নিয়ে আসা হতে পারে বৃন্দা কারাতের নাম। সিপিএমের সাধারণ সম্পাদক যদি বৃন্দা কারাত হন, তবে তিনিই প্রথম মহিলা সাধারণ সম্পাদক হবেন সিপিআইএমের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Brinda Karat, #polit bureau, #Cpim

আরো দেখুন