বিশ্ব ব্যাঙ্কের সহযোগিতায় ব্যারাকপুরের ধোবিঘাট এলাকা সাজিয়ে তোলার পরিকল্পনা
February 10, 2025 | < 1min read
বিশ্ব ব্যাঙ্কের সহযোগিতায় ব্যারাকপুরের ধোবিঘাট এলাকা সাজিয়ে তোলার পরিকল্পনা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ব্যারাকপুর স্টেশন থেকে এস এন ব্যানার্জি রোড হয়ে ধোবিঘাট যাওয়ার রাস্তাও অত্যন্ত বেহাল। গঙ্গার সামনে রাস্তা খানাখন্দে ভর্তি। এই ফেরিঘাটের আশপাশে বেশ কয়েকটি উন্নতমানের স্কুল রয়েছে। ফলে এই ফেরিঘাটে স্কুল পড়ুয়া থেকে অভিভাবকদের ভিড় লেগেই থাকে। আর নিত্যযাত্রীর ভিড় তো আছেই। এবার বিশ্ব ব্যাঙ্কের সহযোগিতায় কয়েক কোটি টাকায় জায়গাটি সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এবিষয়ে পরিবহণ দপ্তর এবং ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের মধ্যে কয়েক দফার বৈঠকও হয়ে গিয়েছে। ধোবিঘাট থেকে এস এন ব্যানার্জি রোডের উপর বাসস্ট্যান্ড পর্যন্ত গোটা এলাকার সুন্দর করে সাজিয়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। সংস্কার করা হবে রাস্তাও। ধোবিঘাটে বসার ব্যবস্থাও করা হবে।