নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যৌন হেনস্তার তদন্তকারী ইন্টারনাল কমপ্লেইন্টস কমিটির (আইসিসি) ছাত্র প্রতিনিধি নির্বাচনের বৈঠক ঘিরে উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই কমিটির জন্য ছাত্র নির্বাচন করার লক্ষ্যে মঙ্গলবার বৈঠক ডেকেছিল কর্তৃপক্ষ। সবক’টি ছাত্র সংগঠন সেখানে অংশ নেয়।
বৈঠক চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, সংগঠনগুলি সংঘর্ষে জড়িয়ে পড়ে। আরএসএফ এবং অন্যান্য সংগঠনগুলির অভিযোগ এসএফআইয়ের দিকেই। তাদের দাবি, মিটিং বানচাল করার উদ্দেশ্যে এসএফআই পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। গেটে তালা মেরে লাশ ফেলার হুমকি দেয়।