কলকাতা বিভাগে ফিরে যান

বাড়তি করের বোঝা নয়, বিকল্প আয়ের পথ তৈরির পরিকল্পনা কলকাতা পুরসভার বাস্তবমুখী বাজেটে

February 24, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সম্প্রতি কলকাতা পুরসভার অধিবেশনে পেশ হয়েছে বাজেট। শহরবাসীর মাথায় বাড়তি করের বোঝা চাপানোর পথে হাঁটেনি পুরসভা। পরিবর্তে বিকল্প আয়ের পথ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরসভার বিকল্প আয় বাড়াতে বেশ কয়েকটি ক্ষেত্রে চার্জ বাড়ানো প্রস্তাব দেওয়া হয়েছে। বাজেটে বিল্ডিং প্ল্যান অনুমোদন, লাইসেন্স ফি, বিনোদন কর ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জঞ্জাল কর-সহ বিভিন্ন খাতে চার্জ বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।

বিল্ডিং প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে জমির পরিমাণ, নির্মাণের আয়তন ও এলাকার ভিত্তিতে একাধিক ফি ধার্য হয়। এবারের বাজেটে সেই সংক্রান্ত চার্জ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। গঙ্গাবক্ষে নৌকাবিহার, পার্টি বা যেকোনও অনুষ্ঠানের ক্ষেত্রে বিনোদন কর কাঠামোতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এত দিন এসব ক্ষেত্রে পুরসভা কোনও কর নিত না, কিন্তু এবার থেকে কর বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন মাঠে টার্ফ তৈরি করে যে খেলাধুলার আয়োজন হয়, সেখান থেকেও বিনোদন কর আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শহরের বাসিন্দাদের উপর করের বোঝা না চাপিয়ে রাজস্ব বৃদ্ধির সিদ্ধান্তকে ইতিবাচক হিসাবে দেখছে রাজনৈতিক মহল। কলকাতা পুরসভার খরচ ক্রমশ বাড়ছে, তাই নতুন বিকল্প আয়ের পথ খুঁজতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#tax burden, #Kolkata Municipal Corporation, #KMC, #Tax, #KMC Budget

আরো দেখুন