রাজ্য বিভাগে ফিরে যান

কলকাতা বন্দরে গড়ে উঠবে অত্যাধুনিক জাহাজ নির্মাণ হাব, দু’হাজার কোটির বিনিয়োগ আসছে বাংলায়

February 25, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা বন্দরে গড়ে উঠতে চলেছে অত্যাধুনিক জাহাজ নির্মাণ হাব। গোয়ার মাণ্ডবি ড্রাইডকস এবং কলকাতার রিপ্লে স্টেভডোরিং অ্যান্ড শোর হ্যান্ডেলিং প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে কলকাতা বন্দরে অত্যাধুনিক জাহাজ নির্মাণ ও মেরামতের সুবিধা সম্পন্ন হাব তৈরি করা হচ্ছে। বন্দরটিকে জাহাজ নির্মাণ কেন্দ্রে রূপান্তরিত করার লক্ষ্যে দু’হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে।

বন্দর সংলগ্ন প্রায় ১২১ একর জমি ত্রিশ বছরের জন্য লিজ নেওয়া হচ্ছে। দরপত্রের মাধ্যমে জমি নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে দুশো কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। আপাতত ৬,০০০-৮,০০০ টনের জাহাজ নির্মাণের মাধ্যমে কাজ শুরু করা হবে। পরবর্তী পাঁচ থেকে ছ’বছরের মধ্যে, ১৫ হাজার থেকে ২৫ হাজার টন ওজনের জাহাজ নির্মাণ করা হবে। প্যানাম্যাক্স আকারের জাহাজ তৈরির লক্ষ্যেই এগোচ্ছে সংস্থা দুটি। বড় জাহাজের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে এই উদ্যোগ অত্যন্ত সম্ভাবনাময়। এতে বাংলায় বিনিয়োগের সম্ভাবনাও বাড়ছে।

জাহাজ নির্মাণ শিল্পে মাণ্ডবি ড্রাইডকস অত্যন্ত পরিচিত নাম। গোয়া ও মহারাষ্ট্রে সংস্থাটি কাজ করে।
রিপ্লে প্রাইভেট লিমিটেডও জাহাজ শিল্পে উল্লেখযোগ্য নাম। কলকাতা বন্দরের ভৌগলিক অবস্থান ও
পারিপার্শ্বিক যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় দুই সংস্থা বেছে নিয়েছে বাংলা বন্দরকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Goa, #investment, #Kolkata port trust, #ship hub

আরো দেখুন