কলকাতা বিভাগে ফিরে যান

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষাবন্ধু’র অফিসে আগুন, আক্রান্ত ভারপ্রাপ্ত উপাচার্য, অভিযোগের তীর SFI-সহ বাম ছাত্র সংগঠনের দিকে

March 2, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শান্ত হচ্ছে না যাদবপুর। শনিবার রাতে যাদবপুর ক্যাম্পাসে তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন শিক্ষাবন্ধুর অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। অন্যদিকে, আহত পড়ুয়াদের দেখতে গিয়ে কেপিসি হাসপাতালে আক্রান্ত হলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা রাতে সাড়ে নটা নাগাদ দেখতে পান শিক্ষাবন্ধু সমিতির কার্যালয়ে আগুন জ্বলছে। দেওয়া হয় দমকলকে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা জানা যায়নি। এই ঘটনার নেপথ্যে তৃণমূল বিরোধী কোনও ছাত্র সংগঠন থাকতে পারে সন্দেহ করা হচ্ছে।

সন্ধ্যায় আহত পড়ুয়াকে দেখতে কেপিসি মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। অভিযোগ, হাসপাতালে তাঁকে হেনস্থা করা হয়। উপাচার্যের অভিযোগ, একদল পড়ুয়া তাঁকে দেখেই তেড়ে আসে। ধাক্কা মারা হয়, পাঞ্জাবি ছিঁড়ে দেওয়া হয়। হাসপাতালে থাকা বেশ কয়েকজন ছাত্র তাঁকে উদ্ধার করে গাড়িতে তুলে দেন। তাঁর গাড়ির সামনে চলে আসেন একদল ছাত্র। কোনওমতে সেখান থেকে বেরিয়ে যান উপাচার্য।

তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন ‘শিক্ষাবন্ধু’-র অফিসে আগুন লাগানোর ঘটনার তদন্তে নেমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী মহম্মদ সাহিল আলিকে গ্রেপ্তার করল পুলিশ। সাহিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তনী। বর্তমানে তিনি এক বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। সাহিল গল্ফ গ্রিনের বিজয়গড়ের বাসিন্দা। জানা গিয়েছে, এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সাহিল। ক্যাম্পাসের মধ্যে কী করছিলেন এই প্রাক্তনী? খতিয়ে দেখা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Fire, #jadavpur university, #Vice-Chancellor, #Shiksha Bandhu office

আরো দেখুন