ট্রাম নিয়ে হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত ১৪ জানুয়ারি ট্রাম সংক্রান্ত মামলায় রাজ্যকে স্পষ্ট নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওই রায়ে বলা হয়েছিল, ‘এভাবে রাজ্যের ঐতিহ্যকে নষ্ট হতে দেওয়া যায় না। ট্রামকে বাঁচিয়ে রাখতে হবে’। এবার এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। মঙ্গলবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় (দাস) এর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিতে একথা জানায় রাজ্য। ফলে ‘কলকাতার ঐতিহ্যে’র ভবিষ্যৎ এখন আরও প্রশ্নের মুখে। বাড়ল জটিলতাও। শীর্ষ আদালতে রাজ্যের মামলার ফলে আপাতত হাই কোর্টে পিছিয়ে গেল এই মামলার শুনানি।
এর আগে কলকাতার ট্রামলাইন বুজিয়ে ফেলার কাজ অবিলম্বে বন্ধ করে ছবি-সহ রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য। তবে ট্রাম বাঁচাতে হাইকোর্ট যে কমিটি তৈরি করে দিয়েছিল, সেই কমিটির বৈঠকের নির্যাস এদিন আদালতে তুলে ধরেন রাজ্যের আইনজীবী। পিপিপি মডেলে ট্রাম চালানো সম্ভব বলেও জানানো হয়। তবে সেক্ষেত্রে খরচের বিষয়টি সামনে এনেছে রাজ্য।
প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, রাজ্যের উদ্যোগ ছাড়া ট্রাম পুনরুদ্ধার করা সম্ভব নয়। ফান্ড অনুমোদন না করলে পিপিপি মডেল করা সম্ভব নয়। এক্ষেত্রে পাবলিক নোটিস জারি করে ট্রামে পিপিপি মডেল চালু করা যায় বলে পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি। রাজ্য জানায়, শুধু ট্রাম নয়, বাসের ক্ষেত্রেও তারা পিপিপি মডেল চালু করতে চেয়েছিল। যদিও ভাড়া না বাড়ানোয় সেই ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা ভয়ঙ্কর। ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি অবশ্য সহমত পোষণ করেছেন। যদিও পর্যটনের জন্য ট্রাম চালালে ভাড়া বৃদ্ধি করে দেখা যেতে পারে বলে মন্তব্য প্রধান বিচারপতির।